সেনাবাহিনীর নবীন অফিসারদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-২৯ ১০:০৩:১৪

সেনাবাহিনীর নবীন অফিসারদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা

নিউজ ডেস্ক:  জাতির পিতার নিদের্শিত পথ অনুসরণ করে সৎ পথে থেকে সেনাবাহিনীর নবীন অফিসারদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ৭৭তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন: ‘জাতির পিতা যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মান্য করতে হবে। ঠিক একইভাবে অধীনস্তদের প্রতিও সেভাবে খেয়াল করতে হবে। তাদের প্রতিও যত্নবান হতে হবে।’

তিনি বলেন: সততাই শক্তি মনে রেখে দেশকে ভালোবাসতে হবে। দেশের সম্মান যেনো সবসময় সমুন্নত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

সেনাবাহিনীর উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন: ‘সরকার গঠনের পর থেকেই নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেডিয়রি ইউনিট গঠন করি। একই সাথে নারীদের অংশগ্রহণও নিশ্চিত করি। বর্তমান যুগ যেহেতু প্রযুক্তির যুগ তাই প্রযুক্তি শিক্ষাকেও গুরুত্ব দিয়েছি।’[the_ad id=”36489″]

সেনাবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: ‘সবসময় চাই আমাদের সেনাবাহিনী আধুনিক জ্ঞানসম্পন্ন হবে, সুপ্রশিক্ষিত হবে। সবসময় সেনাবাহিনী সর্বাধুনিক থাকবে। সেনবাহিনী শান্তিরক্ষী মিশনেও সফলভাবে কাজ করে যাচ্ছে। যেখানেই কাজ করছে সেখানেই প্রশংসা পাচ্ছে। অত্যন্ত চৌকষ ও দক্ষ হিসবে আমরা তাদের গড়ে তুলতে সক্ষম হয়েছি।’

আরো সংবাদ