সেন্টমার্টিনে সংবাদকর্মীকে মারধর করল পুলিশ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৫-২১ ০৪:৪৭:১১

সেন্টমার্টিনে সংবাদকর্মীকে মারধর করল পুলিশ

সেন্টমার্টিন সংবাদদাতা : কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার সংবাদকর্মী কেফায়েত উল্লাহকে বেপরোয়া মারধর করেছে পুলিশ। ২০ মে বিকালে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সংবাদকর্মী বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মারধরের কারন সম্পর্কে একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, নামাজ শেষে কবর জিয়ারত করতে কেফায়েত উল্লাহ কবরস্থানে যাচ্ছিলো। ওই সময় স্থানীয় পুলিশ ফাঁড়ির কনস্টেবল স্বরণ বড়ুয়া তার উপর অতর্কিত এসে এ হামলা চালায়। তারা আরও জানায়,পুলিশ ফাঁড়ির পরিদর্শকের সাথে কেফায়েত উল্লাহ’র কথোপকথনের মাঝখানে পিছন দিক থেকে হঠাৎ করে স্বরণ বড়ুয়া নামের এক কনস্টেবল এসে লাঠি দিয়ে তাকে বেপরোয়া আঘাত করে। এতে যন্ত্রণায় মাটিতে লুঠিয়ে পড়ে কেফায়েত উল্লাহ। পরে আশেপাশের লোকজন আহত কেফায়েতকে উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সেন্টমার্টিনের যুবসমাজ ও ছাত্রসমাজ ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। এব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ