সৌদি আরবে ঈদের ৫ দিন কারফিউ ঘোষণা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৫-১৩ ০৪:০২:৩৭

সৌদি আরবে ঈদের ৫ দিন কারফিউ ঘোষণা

নিউজ ডেস্ক :  আসন্ন ঈদুল ফিতরের আগের দিন ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত মোট ৫ দিন সৌদি আরব জুড়ে কারফিউ ঘোষণা বরেছে সৌদি সরকার। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ পদক্ষেপ বলে জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়েছিল, সেটির সময়সীমা ১৩ মে থেকে বৃদ্ধি করে ২২ মে পর্যন্ত করা হয়েছে। এর আওতায়ই ৯টা-৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলা রাখতে পারবে। মক্কায় এখন পূর্ণ কারফিউ বহাল আছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘এসপিএ’-তে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে ২ এপ্রিলের দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। প্রাথমিকভাবে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারির পর তা বাড়ানো হয়েছিল। কিন্তু রমজান মাসের শুরুতে তা শিথিল করা হয়। তবে করোনাভাইরাসের প্রকোপ বেশি এমন এলাকাগুলো পূর্ণ লকডাউনেই রাখা হয়েছে। সৌদি আরবে এ পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯২৫ এবং মারা গেছে ২৬৪ জন।

আরো সংবাদ