স্বদেশে ফেরার আশা হারাচ্ছে রোহিঙ্গারা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-০২-০৩ ১৩:১২:২৭

স্বদেশে ফেরার আশা হারাচ্ছে রোহিঙ্গারা

ফাইল ছবি ৥ নিজস্ব প্রতিবেদক :  মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। করোনা মহামারী ও মিয়ানমারের অনীহায় প্রায় এক বছরের মতো বন্ধ থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা সম্প্রতি পুনরায় শুরু হয়েছে। সামরিক অভ্যুত্থানের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া আবার ঝুলে যেতে পারে বলে আশঙ্কা করছে রোহিঙ্গারা। যার কারনে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে নিয়ে আশা হারাচ্ছে। ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অং সান সু চি এবং অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে সেনাবাহিনী দেশটি নিয়ন্ত্রণে নিয়ে পরিচালনা করছে।

এ নিয়ে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা হামিদুর রহমান (৭০) জানায়, মায়ানমার মিলিটারির নির্যাতনের মুখে আমরা ২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছি। বাংলাদেশ সরকার নানা বৈঠকে আমাদের রোহিঙ্গা গোষ্ঠীকে নিজ দেশ মায়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানালেও প্রতিবার মিয়ানমার সরকার তা না করে দেয়।

সম্প্রতি সময়ে আমরা শুনতে পেয়েছিলাম মিয়ানমার সরকার কিছু রোহিঙ্গা ফিরিয়ে নিয়ে যাবে। এ খবর শুনে আমাদের মনে আবার নিজ দেশে ফিরতে স্বপ্ন দেখেছি। কিন্তু হঠাৎ শুনতে পাই মিয়ানমার সেনাবাহিনী অং সান সুচিসহ বেশকজন বড় নেতাকে আটক করেছে। তখন থেকে দেশে ফেরার আশা আবার হারাতে বসেছি। কারণ দীর্ঘদিন ধরে বার্মা সেনাবাহিনী আমাদের উপর নির্যাতন করে আসছে। শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আবার এখন তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব। তাই আমরা দেশে ফিরে যাওয়া অনিশ্চিত মনে করছি। যে দেশের সেনার হাতে সরকার নিরাপদ নয় সেখানে আমরা কিভাবে নিরাপদ থাকব।

রোহিঙ্গা নেতা আইয়ুবুল ইসলাম (৪৬) বলেন, সহায় সম্পদ সব হারিয়ে প্রানে বাঁচার জন্য বউ-বাচ্চা নিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছি। বাংলাদেশ সরকার আমাদের আশ্রয় দিয়েছে তাই সরকারের জন্য দোয়া করি। গত দুয়েকদিন ধরে আমরা টিভিতে বার্মা সরকারে আটক হওয়ার খবর শুনতে পাচ্ছি। আমরা জানিনা দেশে কি হচ্ছে। কোন দিকে যাচ্ছে আমাদের ভাগ্য। বাংলাদেশ সরকার যেহেতু আমাদের আশ্রয় দিয়েছে তাই বর্তমানে তারা আমাদের অভিভাবক। তারা আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আমাদের দেশে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে বলে আশাবাদী।

আয়াছ নামের এক রোহিঙ্গা তরুণ জানায়, সুচি সরকারকে গ্রেফতারের কারণে আমাদের প্রত্যাবাসনের বিষয়টা জটিল হবে বলে মনে হচ্ছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব নেতাদের সহযোগিতা ছাড়া আমাদের নিজ দেশে ফিরে যাওয়া সম্ভব নয়। বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার বার বার চেষ্টা করছে আমাদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে। বিশ্ব নেতাদের প্রতি আহবান জানায় আমাদের নিজ জন্মভূমিতে ফিরে যেতে বাংলাদেশ সরকারকে যেনো সহযোগিতা করে।
এদিকে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকট শুরুর পর গত সাড়ে তিন বছরেও একজন রোহিঙ্গাকেও রাখাইনে ফেরত পাঠানো যায়নি। ২০১৭ সালের ২৩ নভেম্বর রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। দুই দফা তারিখ ঠিক করেও রোহিঙ্গাদের রাখাইনে ফেরানো যায়নি।

প্রথম দফায় ২০১৮ সালের নভেম্বরে এবং দ্বিতীয় দফায় ২০১৯ সালের ২২ আগস্ট এ উদ্যোগ ভেস্তে যায়। করোনার কারণে প্রায় এক বছর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা বন্ধ থাকার পর গত ১৯ জানুয়ারি চীনের উদ্যোগে সর্বশেষ ত্রিপক্ষীয় বৈঠক হয়। উল্লেখ্য, বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পড়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দেন দরবার চলছে।

 

আরো সংবাদ