হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বাবুল শর্মাকে সৎসঙ্গ আশ্রমে সংবর্ধনা - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-২৪ ১৫:২৩:৩১

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বাবুল শর্মাকে সৎসঙ্গ আশ্রমে সংবর্ধনা

বলরাম দাশ অনুপম: বিশ্ব সৎসঙ্গের প্রাণপুরুষ যুগ-পুরুষোত্তমম্ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের পৌত্র পূজ্যপাদ শ্রী বিনায়ক চক্রবর্তী বলেছেন-শ্রীশ্রীঠাকুরের নীতি-আদর্শ মেনেই সকলকে পথ চলতে হবে। তাহলেই জীবন স্বার্থক হবে। তিনি শুক্রবার সন্ধ্যায় শহরের গোলদিঘীর পাড়স্থ জেলা সৎসঙ্গ আশ্রমে বিশেষ প্রার্থনায় উপরোক্ত কথা বলেন। উক্ত বিশেষ প্রার্থনা অধিবেশনে সংর্বধিত করা হয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মাকে। এসময় উপস্থিত ছিলেন-সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি সহ-প্রতি ঋত্বিক বৃতেন মালাকার, সহ-প্রতি ঋত্বিক প্রমথ বন্ধু চক্রবর্তী, দিলীপ রক্ষিত, শ্রীনাথ দাশ, জেলা সৎসঙ্গ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক দাশ, নিতাই দাশ, সাংবাদিক বলরাম দাশ অনুপম প্রমুখ। এর আগে পূজ্যপাদ শ্রী বিনায়ক চক্রবর্তী মন্দিরে পৌঁছলে মঙ্গল ঢালা ও পুষ্পমাল্য দিয়ে বরণ করেন গুরু ভাই ও বোনেরা। কক্সবাজার অবস্থানকালে তিনি শনিবার মহেশখালীর হোয়ানকে এবং রবিবার খুরুশকুলে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব মহোৎসবে অনুষ্ঠানে যোগ দিবেন।

আরো সংবাদ