গড় আয়ু বেড়ে ৭০ বছর ৯ মাস - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৬-০৬-২২ ১১:৫১:৩৩

গড় আয়ু বেড়ে ৭০ বছর ৯ মাস

গড় আয়ু বেড়ে ৭০ বছর ৯ মাস

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষের গড় আয়ু আরো বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভাইটাল স্ট্যাটিসটিকস প্রতিবেদনে এই তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০ বছর ৯ মাস। এর আগে ২০১৪ সালে গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার বিবিএস’র ‘রিপোর্ট অব বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০১৫’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক আব্দুল ওয়াজেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ