নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে ছয়ে বাংলাদেশ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০৫-২৫ ০৫:২৩:৪৭

নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে ছয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক : ৪৫ ওভার শেষে জয়ের জন্য টাইগারদের রান প্রয়োজন ৩০। বলও হাতে ছিল ৩০। হঠাৎ মাহমুদুল্লাহর ঝোড়ো ব্যাটিংয়ে ৩ বল যেতে না যেতে দলের খাতায় যোগ হয় ৮টি রান। জয়ের পথে বেশ অনেকখানি নিশ্চয়তার পথ পাড়ি দেয় বাংলাদেশ। ৪৭ ওভার শেষে দলের প্রয়োজন থাকে মাত্র ২০ রান। এরপর মোটামুটি চাপমুক্তভাবে খেলতে থাকে টাইগাররা। জয়ের জন্য হাতে মাত্র ৫টি রান রেখে ৪৮ ওভার শেষ করে মুশফিক আর মাহমুদুল্লাহ্। ৪৯ তম ওভারের ১ম বলে মুশফিক ১ রান নিয়ে দলের খাতায় আরেকটি রান যোগ করে। আর দ্বিতীয় বলে মাহমুদুল্লাহর ৪ রানে বিজয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। সাকিব আল হাসানের উইকে চাপের মুখে পড়েছিল টাইগাররা। কিন্তু মুশফিক আর মাহমুদুল্লাহর ঠা-া মাথার ব্যাটিং দলকে বিজয়ের আশ্বাস দিয়ে রেখেছে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশ। প্রথম উইকেট পতনে একটু সময় নিলেও খুব দ্রুত পরের ৩টি উইকেটের পতন হয়ে যায় টাইগারদের। সাকিব আর মুশফিকের জুটি মোটামুটি সমানতালে রান নিচ্ছিল। হঠাৎ মাঠ ছাড়েন সাকিব। এ মুহূর্তে ব্যাট করছেন মুশফিক এবং মাহমুদুল্লাহ। এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুতেই চমক দেখান ব্ল্যাক ক্যাপস অধিনায়ক টম ল্যাথাম। প্রথম ওভারেই বল তুলে দেন অফ স্পিনার জিতান প্যাটেলের হাতে। প্যাটেলের করা প্রথম বলেই লফটেড ছট খেলে ছক্কা হাকান তামিম ইকবাল। পরের ওভারে একরান নিয়ে স্ট্রাইকে পাঠান সৌম্যকে। তিনিও জিতানকে কাভারে তুলে মারতে গিয়ে অ্যান্ডারসনের হাতে তালুবন্দী হন। সৌম্য গোল্ডেন ডাকে প্যাভিলিয়নের পথে হাটা ধরেন। সৌম্যর পর ক্রিজে আসেন আসেন সাব্বির। এরপর দুজনেই কাউন্টার অ্যাটাক শুরু করেন। দর্শনীয় সব শটে মুগ্ধ করে তোলেন স্টেডিয়ামের দর্শকদের। দুজনে মিলে রানের জুটি গড়ে ১৩৬ রান তোলেন। জুটি গড়ার পথে তামিম তার ক্যারিয়ারের ৩৬ তম ও সিরিজের দ্বিতীয় অর্ধ শতক পূরন করেন। অন্যদিকে সাব্বির তুলে নেন তার ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করে ২৭০ রান । তাই টাইগারদের সামনের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭১। নিউজিল্যান্ডের হয়ে টম ল্যাথাম (৮৪) , রস টেইলর (৬০) ও নিল ব্রুম (৬৩) রান সংগ্রহ করেছেন। অন্যদিকে বাংলাদেশের পক্ষে মাশরাফি, নাসির ও সাকিব ২ টি করে এবং মুস্তাফিজ ও রুবেল ১ টি করে উইকেট লাভ করেছেন। সিরিজে টানা তিন ম্যাচ জয় লাভ করায় ইতোমধ্যেই সিরিজ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে টম ল্যাথামের দল। তবে এই ম্যাচ অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের জন্য র‌্যাংকিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে। প্রথমবার র‌্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ঃ উন্নতির পথচলায় নতুন চূড়া স্পর্শ করল বাংলাদেশের ক্রিকেট। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মত উঠলো ছয় নম্বরে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের ছয়ে ওঠা। আইসিসির পরবর্তী র‌্যাঙ্কিং হালনাগাদে এটি পাবে আনুষ্ঠানিক রূপ। নিউ জিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার সমান ৯৩। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা নামছে সাতে। ২০১৪ সালের শেষভাগে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব পাওয়ার পর থেকেই চলছে বাংলাদেশের এগিয়ে চলা। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে শুরু। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ খেলে কোয়ার্টার-ফাইনালে। বিশ্বকাপের পর দেশের মাটিতে সিরিজ জিতে নেয় পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এগিয়ে চলার এই ধারাতেই ধরা দিল নতুন সাফল্য। বিদেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের পুরস্কার র‌্যাঙ্কিংয়ে উন্নতি। শুধু ছয়ে ওঠাই নয়, রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে পারাও বাংলাদেশের বড় প্রাপ্তি। ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার পথেও অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

আরো সংবাদ