উত্তাল সাগর, ৩ নম্বর সতর্কতা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০৯-১৯ ১২:৫১:২৯

উত্তাল সাগর, ৩ নম্বর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: কখনো ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। কখনো আবার ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টি থেমে গেলে আবার প্রখর রোদ। মধ্যশরতেও বর্ষার আবহ প্রকৃতিতে রয়েছে। মৌসুমি বায়ুর তেজের কারণে প্রকৃতি এমন রয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগরও উত্তাল রয়েছে কয়েক দিন ধরে। এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর ও নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আজ মঙ্গলবার সকালের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

আরো সংবাদ