নৌকা উল্টে ৩ শিশুর মৃত্যু, উদ্ধার ৫১ রোহিঙ্গা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০২-০৯ ০৬:৪৫:২০

নৌকা উল্টে ৩ শিশুর মৃত্যু, উদ্ধার ৫১ রোহিঙ্গা

জসিম উদ্দিন সিদ্দিকী:Teknaf Rohanaga pic মিয়ানমার সেনাবাহিনীর দমন-নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আসার সময় বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে নৌকা উল্টে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
টেকনাফ থানার ওসি মাঈন উদ্দিন খান জানান, ৮ ফেব্রুয়ারি বিকালে সাবরাং খুরেরমুখ সংলগ্ন সাগর উপকূলে নৌকাটি উল্টে যায়। এতে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। এছাড়া আরও ৫১ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।
নিহত শিশুরা হল মিয়ানমারের বুচি দং কুলপাতংয়ের মোহাম্মদ ইয়াছিনের চার মাসের মেয়ে ওমর সালমা, আব্দুল আজিজের সাত মাসের ছেলে আয়ুব ও আব্দুল হাইয়ের সাত বছরের ছেলে আব্দুল নবী।
জীবিত উদ্ধার কয়েকজন রোহিঙ্গা বলেন, তারা মিয়ানমারের মংডু শহরের দংখালী বালুরচর থেকে পালিয়ে আসছিলো। শিশু, নারী ও পুরুষ মিলে ৫৪ জনের রোহিঙ্গা দলটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকায় করে গত বুধবার রাতে রওনা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে টেকনাফে ঢুকতে না পেরে তারা সাগরপথ পাড়ি দিয়ে টেকনাফের পশ্চিমে তীরের দিকে যায়। কূলের কাছাকাছি পৌঁছালে নৌকাটি ঢেউয়ে উল্টে যায়। তাদের চিৎকার শুনে কূলের জেলেরা গিয়ে তাদেরকে উদ্ধার করে। তবে তিন শিশু নিখোঁজ হয়। পরে তাদেরর লাশ ভেসে আসে। ওসি মাঈন উদ্দিন বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশ দাফন করা হয়েছে।5a6b44e31077c

আরো সংবাদ