রাবার ড্যামের পানিতেই কৃষকের সর্বনাশ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০২-১২ ০৭:৩১:৫৯

রাবার ড্যামের পানিতেই কৃষকের সর্বনাশ

নিজস্ব প্রতিবেদক: Ramu plantকক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে প্রায় ৫ শত একর জমিতে রোপন করা ধান ক্ষেত পানিতে ডুবে গেছে। বাঁকখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি পরিচালিত রাবার ড্যামের পানি বৃদ্ধি পাওয়ার কারনে এসব ধান ক্ষেত প্লাবিত হয়েছে। এ নিয়ে চরম বিপাকে পড়েছেন ওই এলাকার হাজারো কৃষক।

রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বারৈয়া পাড়া, উমখালী, কাঠির মাথা, করইল্যামুরা, চাইল্যাতলী, তৈতয়াপাড়া, জনু মাতবরপাড়া, জ্বিনের ঘোনা এলাকায় গতকাল দুপুরে সরেজমিন গিয়ে পানিতে একাকার হওয়া বোরো ধান ক্ষেতের দৃশ্য দেখা যায়।

এ সময় ক্ষতিগ্রস্থ কৃষকরা অবিলম্বে রাবার ড্যামের পানি কমিয়ে তাদের সর্বস্ব দিয়ে চাষকৃত বোরো ক্ষেত রক্ষার জন্য রাবার ড্যাম পরিচালনা কমিটিসহ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। এসময় কৃষকরা ফসল রক্ষার জন্য হাহাকার করে।

বাঁকখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সভাপতি মনোয়ার হোসেন সংবাদকে জানিয়েছেন, পানি বৃদ্ধির বিষয়টি কৃষকদের জানানো হয়েছিলো। কিন্তু পানি কমলেও অনেকে আপত্তি করে। এ নিয়ে তারা বিপাকে আছেন। তারপরও শীঘ্রই এলাকায় গিয়ে তদন্ত করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হবে। এনিয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি জানিয়েছেন, রাবার ড্যাম কমিটির সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।5a6b44e31077c

আরো সংবাদ