জেলা বাস মিনিবাস মালিক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০২-০১ ১৫:৪৯:৪২

জেলা বাস মিনিবাস মালিক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত


বার্তা পরিবেশক: কক্সবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংগঠনের সভাপতি আব্দুস ছালাম কোম্পানীর সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি ছিদ্দিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন মালিক সমিতির সম্পাদক এড.তাহের আহমদ সিকদার, গিয়াস উদ্দিন চৌধুরী, এসএম এনামুল হক, নুর হোছেন, মঈন উদ্দিন, মো. এছান, এড. জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিদারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমূখ।
জরুরি সভায় বাস মালিক সমিতির কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বক্তারা বহিরাগত মাস্তান কর্তৃক মালিক শ্রমিক সংগঠন জবর দখল চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে কক্সবাজার জেলাসহ সমগ্র বাংলাদেশ অচল করে দেয়ার ঘোষণা দেন। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে মালিক সমিতির সদস্যপদ নবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় লাইন পরিচালনা করার জন্য কক্সবাজার বাসর্টামিনালে জসিম উদ্দিন এবং টেকনাফে নুর হোছেন মাইজ্যাকে সার্বিক দায়িত্ব প্রদান করা হয়।
সভায় সবার উপস্থিতিতে মালিক সমিতির কল্যানের টাকা ব্যাংকের তহবিল জমা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। আর লাইন পরিচালনা করার জন্য এসএম এনামুল হক ও মো.এছান কোম্পানীকে সার্বিক সর্বসম্মত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শ্রমিক নেতৃবৃন্দরা মালিকদের সকল সিদ্ধান্তকে স্বাগত জানান।

আরো সংবাদ