টেকনাফে সিলেট যুব একাডেমীর আর্ন্তজাতিক নারী দিবস পালিত - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৩-০৮ ১৪:৫২:০৬

টেকনাফে সিলেট যুব একাডেমীর আর্ন্তজাতিক নারী দিবস পালিত

আনম হাসান বিশেষ প্রতিনিধি: ‘সবাই মিলে ভাবো নতুন কিছু কর নারী-পুরষ সমতার নতুন বিশ্ব গড়ো’ প্রতিপাদ্য নিয়ে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে ৮ মার্চ যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে ৮ মার্চ সকাল ১০টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজকদের মধ্যে ছিল উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক দপ্তর, সিলেট যুব একাডেমী (এসজেএ), রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক),ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), ইপসা ইত্যাদি। র‌্যালী শেষে আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে সিপিটির কর্মকর্তা আবদুল মতিনের সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রণয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ইমদাদ হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনেসপেক্টর আবদু সালাম, সরকারী কর্মকর্তা রাসেদুল ইসলামও মোহাম্মদ ইলিয়াছ। বক্তব্য রাখেন, সিলেট যুব একাডেমীর কোর্ডিনেটর জসিম উদ্দিন,নারী ফোরামের নেত্রী কুলছুমা আক্তার,রিকের কামরুন্নাহার, ওসিসির সুব্রত সরকার সহ আরো অনেকে। আলোচনা সভায় টেকনাফ এজাহার গার্লস হাইস্কুলের শিক্ষার্থী, কমিউনিটি রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন,সিলেট যুব একাডেমী সহ বিভিন্ন সংস্থা ও প্রতিস্টানের শতাধিক নারী-পুরুষ ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। ১৯১০ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত এক সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

আরো সংবাদ