৩১ মার্চ সদরের নির্বাচন ফ্যাক্টর ঈদগাঁও - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৩-২৯ ১২:৫৭:০৭

৩১ মার্চ সদরের নির্বাচন ফ্যাক্টর ঈদগাঁও



কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তেই ত্রিমুখী লড়াই সম্ভাবনা দেখা যাচ্ছে। গ্রামীন জনপদে চষে বেড়াচ্ছে চেয়ারম্যান প্রার্থীরা।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কায়সারুল হক জুয়েল, আনারস প্রতীকের বৃহত্তর ঈদগাঁওর সেলিম আকবর এবং ঘোড়া প্রতীকে চারবারের কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান নুরুল আবছার নিবার্চনী প্রচার প্রচারনায় ব্যস্ত। তিন চেয়ারম্যান প্রার্থী কোমর বেঁধে ভোটের লড়াইয়ে নিবার্চনী মাঠে অবস্থান করছেন। ব্যাপক গনসংযোগ,পথসভা ও গ্রামাঞ্চলের খেটে খাওয়া সাধারন ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনা করে যাচ্ছে। সাধারণ মানুষের অভিমত, যে প্রার্থী বৃহত্তর ঈদগাঁওর ভোটারদের মন জয় করতে পারবে- তিনিই হয়তো শেষ হাসি হাসবে। অতীত রেকর্ডে সব চেয়ারম্যান কিন্তু বৃহত্তর ঈদগাঁওর। ৩১ মার্চ সদরের ভোট। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৬৪৪ জন। মোট ১০৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ কক্ষ রয়েছে ৬৪৮টি। সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মা জানিয়েছেন, প্রতিটি কক্ষে ইভিএম ব্যালট ইউনিট থাকবে তিনটি করে। আর কন্ট্রোল ইউনিট থাকবে ৬৪৮টি। এ ছাড়া কোনো ইউনিটে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে রিপ্লেস করার জন্য অতিরিক্ত ১০০টি ব্যালট ইউনিট মজুত রাখা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে।



আরো সংবাদ