প্রশাসনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৪-২৯ ০৭:৫৯:১৮

প্রশাসনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে চলাচলে দূর্ভোগ কমাতে রাস্তার উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে প্রশাসন।কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে ২৭ এপ্রিল দুপুর থেকে অভিযান  শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে। প্রথম দিনের অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছে অন্তত ৫০ টির বেশি অবৈধ দোকান ঘর। রোববারও একইভাবে গুড়ি দেয়া হচ্ছে সড়কের জায়গা দখল করে গড়া উঠা দোকান, হোটেলের সিঁড়িসহ অবৈধ স্থাপনা। দু’দিনে শহরের শহীদ স্মরণী, লালদিঘীর পাড় ও বিলকিস মার্কেট এলাকা, ভোলা বাবুর পেট্রল পাম্প, বাজারঘাটা, বার্মিজ মার্কেট এলাকায় অভিযান চলালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান মৌদুদ আহম্মেদ। তিনি বলেন, শহরের শহীদ স্মরণীস্থ রাস্তার পাশে ফলের দোকান, লালদিঘীর পাড়স্থ কাপড়ের দোকান, খাবারের দোকান বিলকিস মার্কেটস্থ মুদির দোকান, বাজারঘাটায় ফলের দোকান, শাহরাজ হোটেলের অবৈধ সিঁড়িসহ আরো শতাধিক অবৈধ স্থাপনা তুলে দেয়া হয়। এসব অবৈধ দোকান পাঠের কারণে ফুটপাত দখল হয়ে যাওয়ায় লোকজনকে রাস্তা দিয়েই চলাচল করতে হতো। এতে প্রায় সময় দূর্ঘটনা লেগেই থাকত। অভিযানে সদর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা দিচ্ছেন।

আরো সংবাদ