ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় কক্সবাজারে প্রস্তুতি - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৫-০১ ১২:১৯:৩৯

ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় কক্সবাজারে প্রস্তুতি


কক্সবাজার: বঙ্গোপসাগরে অবস্থানরত শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় কক্সবাজার উপকুলীয় এলাকায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলাগুলোর নিয়ন্ত্রণ কক্ষের পাশাপাশি উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ১ মে বিকেলে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আবছার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয়দের নিয়ে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সতর্ক রাখা হয়েছে। একইভাবে রেডক্রিসেন্ট সোসাইটির সব সদস্যদেরকে প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। আর উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গাদের কথা বিবেচনা করে কক্সবাজার ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো সংবাদ