কথিত বন্দুকযুদ্ধে ৩ মানব পাচারকারী নিহত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৬-২৫ ১২:৪৬:১৬

কথিত বন্দুকযুদ্ধে ৩ মানব পাচারকারী নিহত


মাহফজুর রহমান মাসুম: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ মানব পাচারকারী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি এলজি ও ১৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ২৫ জুন ভোরে টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো টেকনাফের সাবরাং নয়াপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে কোরবান আলী (৩০), পৌরসভার কে.কে পাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫) ও একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান (৩০)। এনিয়ে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ সংবাদকে বলেন, রোহিঙ্গা পাচারে জড়িত এ তিনজনকে আটকের উদ্দেশে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্রসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের দেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ