অপসাংবাদিকতা বন্ধে ডাটাবেজ করা হচ্ছে-নিজামুল হক - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৯-১০ ১৪:০৪:৪৯

অপসাংবাদিকতা বন্ধে ডাটাবেজ করা হচ্ছে-নিজামুল হক

কক্সবাজার : সাংবাদিকদের মধ্যে ভালো খারাপ আছে। সৎ সাংবাদিকতাক উৎসাহিত করা এবং অপ-সাংবাদিকতা রোধ করার লক্ষ্যেই সংবাদ কর্মীদের ডাটাবেজ তৈরী করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম।

তিনি শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ শাহআলম।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রেস ক্লাব সাধারন সম্পাদক মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এসএম আমিনুল হক, এডভোকেট আয়াছুর রহমান, আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন।

আরো সংবাদ