ইউএনএইচসিআরের সহায়তা গেল বিকাশে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০৯-২৪ ১০:৪৭:৫১

ইউএনএইচসিআরের সহায়তা গেল বিকাশে

ইউএনএইচসিআরের সহায়তা গেল বিকাশে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের ১৫ হাজার অধিবাসীকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরের দেওয়া আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ। বৃহস্পতিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত অসহায় ও অতি দরিদ্র ওই পরিবারগুলোকে বিকাশ অ্যাকাউন্টে ইতোমধ্যে আড়াই হাজার করে জমা হয়েছে।

স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মহামারীকালে চাকরি হারানো, পঙ্গু, বয়স্ক, বিধবা, হকার, তৃতীয় লিঙ্গের মানুষ, হোটেল কর্মী এবং অতি দরিদ্রদের এই এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ইউএনএইচসিআরের স্থানীয় অংশীদার হিসেবে আর্থিক সহায়তা প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান স¤প্রতি কক্সবাজার ডিসি অফিসে বিকাশের মাধ্যমে সহায়তার অর্থ পাঠানোর এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অন্যদের মধ্যে কক্সবাজারের ডিসি মামুনুর রশিদ, ইউএনএইচসিআর কক্সবাজার অফিসের প্রধান ইটা শুয়েট, রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, বিকাশের কমার্শিয়াল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সোমেল রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত ২০ লাখ পরিবারের কাছে দুই দফায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পৌঁছে দিয়েছিল মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি।

আরো সংবাদ