উখিয়ায় অপহরণকারীর হাত থেকে ২ রোহিঙ্গা শিশু উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৭-২৬ ১৩:৪৬:৪৯

উখিয়ায় অপহরণকারীর হাত থেকে ২ রোহিঙ্গা শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজারের উখিয়ায় অপহরণকারীর হাত থেকে ২ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। ওই সময় অপহারণকারীকেও আটক করা হয়। রোববার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ট্রানজিট পুলিশ চেকপোষ্টের সম্মুখ থেকে এ দুই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো, কুতুপালং ক্যাম্প (৮) ওয়েস্ট এর বøক এ/৩৭ এর মো. ইউসুফের মেয়ে রোজিনা (৭) ও একই ওয়েস্টের বøক এ/৪১ এর জানে আলমের মেয়ে আনজুমা (৭)। আটক অপহরণকারী হলো, ক্যাম্প ৭ এর বøক সি/৬ এর জকির আহম্মেদের ছেলে হোসেন জোহর (৪১)।
আর্মড পুলিশ ব্যাটালিয়ান সূত্র জানায়, টাকার লোভ দেখিয়ে হোসেন জোহর ক্যাম্প থেকে দুই শিশুকে অপহরন করে আটো রিকশা যোগে টেকনাফে দিকে পালাচ্ছিল। পরে শিশুরা কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা আটরিকশা থামায়। পরে এপিবিএনের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে এপিবিএন ১৪ এর অধিনায়ক এসপি নাইম উল হক বলেন, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুইজন ভিকটিমের অভিভাবকরা উখিয়া থানায় গেছে। ধৃতকে থানায় পাঠানো হয়েছে।

 

আরো সংবাদ