কক্সবাজারে এক ট্রলারে ধরা পড়লো ১০০ মণ ইলিশ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২২-০৭-২৬ ০৮:৪০:৩৫

কক্সবাজারে এক ট্রলারে ধরা পড়লো ১০০ মণ ইলিশ

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারে সাগরে যেখানে জাল ফেলা হচ্ছে সেখানেই মিলছে  ইলিশসহ নানা ধরনের মাছ। সাগরে যাওয়ার তিন দিন পরই ট্রলার বোঝাই করে ইলিশসহ সেই মাছের স্তূপ নিয়ে কূলে ফিরছেন জেলেরা। ব্যবসায়ীদের ধারনা, আবহাওয়া ভালো থাকলে আরও বেশি মাছ ধরা পড়বে।

এদিকে খবর পাওয়া গেছে, এক ট্রলারে ১০০ মণ ইলিশ শিকারের রেকর্ড করে কূলে ফিরেছে মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার। শুধু মায়ের দোয়া নয়, এ রকম প্রতিটি ট্রলারে ঝাঁকে ঝাঁকে ইলিশ ও ১৪৭ প্রজাতির মাছ ভর্তি ট্রলার ভিড়ছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে।

মৎস্য অবতরণ কেন্দ্র জানিয়েছে, কক্সবাজার উপকূল সেন্টমার্টিন, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন জেলার মাছ ভর্তি ট্রলারও ভিড়ছে অবতরণ কেন্দ্রগুলোতে।

স্থানীয় ট্রলার মালিকরা জানিয়েছেন, মঙ্গলবার (২৬ জুলাই) সবচেয়ে বেশি ইলিশ মাছ ধরা পড়েছে। এর মধ্যে অনেক মাছের ওজন দুই কেজির চেয়ে বেশি। আবহাওয়া ভালো থাকলে জালে আরও বেশি মাছ ধরা পড়বে।

জেলেরা বলছেন, রবিবার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ করেই তারা দীর্ঘ সময়ের জন্য সাগরে নেমেছিল। কিন্তু তিনদিনই তারা ট্রলার ভর্তি মাছ নিয়ে কূলে আসতে পেরেছেন। ইলিশের পাশাপাশি লইট্যা, টোনা, লাল পোয়া, ফাইস্যা মাছ বেশি ধরা পড়েছে জালে।

আরো সংবাদ