কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৩ জনের মৃত্যু - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৪-১০ ০৯:৪৭:৩৮

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১০ এপ্রিল) সকাল ১০ টার দিকে সদর উপজেলার বাংলা বাজার এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় কলেজ ছাত্র সোয়াতের মৃত্যু হয়েছে।

অপরিদকে শনিবার রাতে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পানভর্তি ট্রাক উল্টো ঘটনাস্থলে পেঠান আলী নামের একজন পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় গুরা মিয়া নামের আরও একজন পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরা মিয়া উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা বাচা মিয়ার ছেলে।

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বিষয় নিশ্চিত করে জানান, শনিবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রূপপতি এলাকায় পান বোঝাই ট্রাক উল্টে পেঠান আলী (৩৫) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়। এ ঘটনায় গুরা মিয়া কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে সকালে তিনিও মারা যায়।

উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাহ উদ্দিন জানান, গুরা মিয়া নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে । মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ অবগত করেছেন। মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাতে নিহত পেঠান আলীর ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

এলাকাবাসি জানান, শনিবার (৯ এপ্রিল) রাতে কক্সবাজারগামী পানভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রূপপতি নামক এলাকায় খাদে পড়ে যায়। এতে  ট্রাকে থাকা পান ব্যবসায়ী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় চালকসহ চার আহত গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো।

এদিকে রোববার (১০ এপ্রিল) সকাল ১০ টার দিকে কক্সবাজারের বাংলা বাজারে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা মোহাম্মদ সোয়াত নামক এক কলেজ ছাত্র নিহত হয়েছে । এ সময় কয়েকজন গুরুতর আহত হয়েছে। নিহত ছাত্র কক্সবাজার সিটি কলেজের এবারের এইচএসসি পরীক্ষর্থী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ঝিলংজা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।

স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান  জানান, রবিবার  সকালে কক্সবাজার যাত্রীবাহী বাস ওই সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোয়াদ হোসেন মারা যায়।

এসময় কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর  হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ