কক্সবাজারে ২৪ ঘন্টায় রোহিঙ্গাসহ ৩০৪ জনের শরীরে করোনা শনাক্ত - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৭-২৭ ০৬:১৩:১০

কক্সবাজারে ২৪ ঘন্টায় রোহিঙ্গাসহ ৩০৪ জনের শরীরে করোনা শনাক্ত

জসিম সিদ্দিকী কক্সবাজার : কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘন্টায় ৩০৪ জন করোনা আক্রান্ত হয়েছে। যা জেলায় অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে।

কক্সবাজারে সর্বশেষ ২৪ ঘন্টা নমুনা পরীক্ষায় ২১ জন রোহিঙ্গাসহ ৩০৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২৯৯ জন। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৫ জনের। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানাগেছে, গেল ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাব ও কক্সবাজার সদর হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতে সর্বমোট ১১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৯৭ জন, রামুর বাসিন্দা ১৫ জন, উখিয়ার বাসিন্দা ৪২ জন, চকরিয়ার বাসিন্দা ৩৪ জন, টেকনাফের বাসিন্দা ৫৪ জন, পেকুয়ার বাসিন্দা ১৮ জন, কুতুবদিয়ার বাসিন্দা ৫ জন ও মহেশখালীর বাসিন্দা ১৩ জন।

আরো সংবাদ