ক্যাম্পে সংঘাতময় পরিস্থিতিতে আইনশৃংখলা রক্ষায় তৎপর রয়েছে আনসার বাহিনী - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-১০-০৭ ১০:১৫:৩৬

ক্যাম্পে সংঘাতময় পরিস্থিতিতে আইনশৃংখলা রক্ষায় তৎপর রয়েছে আনসার বাহিনী

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ থামাতে মঙ্গলবার বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সংঘর্ষের ঘটনায় ২জন স্থানীয় বাংলাদেশীসহ ৪জন নিহত হয়। বর্তমানে ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সময় দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ১৫ আনসার ব্যাটালিয়নের সৈনিক মো. আল আমিন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও আজ ৭ অক্টোবর বুধবার কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

সেখানে তাকে দেখতে যান আনসার ব্যাটেলিয়ান চট্টগ্রাম রেঞ্জের উপ-মহা পরিচালক শামসুল আলম, ১৫ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক এ এস এম আজিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় আনসার ব্যাটালিয়ন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহা পরিচালক শামসুল আলম জানান, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃংখলা রক্ষায় আনসার বাহিনী সচেষ্ট রয়েছে। তিনি দায়িত্ব পালনে সাহসিকতার জন্য আনসার সৈনিক মো. আল আমিনের প্রশংসা করেন। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে চলা এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে সাতজন। আহত হয়েছে অন্তত ২০ জনেরও বেশী রোহিঙ্গা।

আরো সংবাদ