ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২০ রোহিঙ্গা আটক - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২৩-০৩-০৬ ০৯:০২:৪৪

ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২০ রোহিঙ্গা আটক

ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২০ রোহিঙ্গা আটক

বার্তা পরিবেশক :  ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২০ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব ১৫। রোববার (৫ মার্চ) রাতে উখিয়ার মরিচ্যা বাজার এলাকা হতে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বশির আহম্মদ (৬০), সাব্বির হোসেন (৪৪), আবুল মনসুর (৩৮, নজু মিয়া (৭০), মোঃ আয়াছ (৩৪), নূর মোহাম্মদ (৬২), সলিম উল্লাহ (৪৫), আবু তাহের (৫০), সোনা আলী (৬৫), মোঃ সায়দ (৫৯), আলী হোসেন (৬০), রশিদ আহম্মদ (৬৪), সাইদুর রহমান (৪০), সৈয়দ হোসেন (৫০), আমীর হোসেন (৬০), রশিদ উল্লাহ (৩৫), আমান উল্লাহ (৩৫), আব্দুর রহমান (৬০), আব্দুল হামিদ (৬৩) ও মোঃ সেলিম (৪২)। তারা সবাই কুতুপালং ও থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিল।

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, ক্যাম্প হতে কৌশলে অবৈধভাবে বাহির হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পালানোর উদ্দেশ্যে একদল রোহিঙ্গা উখিয়ার মরিচ্যা বাজার গরুর হাটে গাড়িতে উঠার জন্য অপেক্ষমান ছিল। এমন সংবাদ ভিত্তিতে রোববার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা গরু বাজার এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ২০ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গা স্বীকার করেছে কক্সবাজার কুতুপালং, থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিল। বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের উদ্দেশ্যে উখিয়ার মরিচ্যা বাজার গরুর হাটে জড়ো হয়েছিল।
আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরো সংবাদ