ক্ষতিগ্রস্ত ৫০০ রোহিঙ্গা পরিবারকে কম্বল বিতরণ করল কোস্ট ফাউন্ডেশন - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০১-১৪ ০৬:৩৪:৩৯

ক্ষতিগ্রস্ত ৫০০ রোহিঙ্গা পরিবারকে কম্বল বিতরণ করল কোস্ট ফাউন্ডেশন

বার্তা পরিবেশক : কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-১৬ তে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০০রোহিঙ্গা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কম্বল বিতরণকালে ক্যাম্প-১৬ ইনচার্জ সংকর কুমার বিশ্বাস এবং সহকারী ক্যাম্প ইনচার্জ হাবিবুর রহমানসহ সিআইসি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ক্যাম্প ইনচার্জ সংকর কুমার বিশ্বাস বলেন, ২০১৯ সাল থেকেই রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে কোস্ট ফাউন্ডেশন। তাদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

তারাই ধারাবাহিকতায় ক্যাম্প-১৬ তে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল বিতরণ করছে।

তিনি আরও বলেন, যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোটাই মানবতার পরিচয় বহন করে। কোস্ট ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ এ দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য।

সহায়তা বিতরণকালে উখিয়া ত্রাণ পরিচালনা কেন্দ্রের টিম লিডার মো. ইউনুছ, প্রকল্প সমন্বয়কারী জসিম উদ্দিন মোল্লা, তাহরিমা আফরোজ টুম্পা, মো, মিজানুর রহমানসহ বিভিন্ন প্রকল্পের সিনিয়র সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৯ জানুয়ারি উখিয়ার ক্যাম্প-১৬ তে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমতাবস্থায়, ক্ষতিগ্রস্ত স্থানীয় জনসাধারণের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। কোস্ট ফাউন্ডেশন দাতা সংস্থা টিয়ারফান্ডের সহযোগিতায় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

আরো সংবাদ