গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর ২ জন নিহত - কক্সবাজার কন্ঠ

রোববার, ২৮ এপ্রিল ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-০২-২৭ ১২:৫৭:৫৪

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর ২ জন নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর ২ জন নিহত

কক্সবাজার :  মহেশখালী থেকে সিলেটে ভ্রমণে গিয়ে গোপালগঞ্জে সড়ক দুর্ঘনটায় ২ জন নিহত হয়েছে ও ৮ জন আহত হয়েছে। গেল শুক্রবার (২৪ ফেব্রæয়ারি) মহেশখালীর কালারমারছড়া থেকে ১৪ জন যাত্রী নিয়ে সিলেট ভ্রমণে যায়। সিলেট ভ্রমণ শেষে সুন্দরবন যাওয়ার পথে ২৬ ফেব্রæয়ারি দুপুর ২টায় গোপালগঞ্জে জেলার ভাটিয়ার চটিয়ানী উপজেলায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে উপজেলার কালারমারছড়ার মিজ্জিরপাড়ার নুরুল ইসলামের ছেলে সেলিম বাদশার (৪২) মৃত্যু হয় এবং দিবাগত রাত ৩টার দিকে অফিস পাড়ার বান্টিয়ার ৩ বছরের মেয়ে নাজিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও ঢাকায় অবস্থানরত মহেশখালীর গণমাধ্যমকর্মী সালমান এম রহমান। এনিয়ে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাড়াল ২ জনে।

আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৮ জন। আহতরা হলেন নেজাম উদ্দিন (২৬), ছেনোয়ারা বেগম (৬৬), সাহেনা বেগম (৪২), আবদুল্লাহ (৬) বান্টিয়া (৩৮), মমতাজ (২৬), জোসনা(২২), নাসির (৩২)। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার শিকার হওয়ায় যাত্রী আব্দুল আজিজ বলেন, ড্রাইভারের খাম খেয়ালীর কারণেই দুর্ঘটনার শিকার হয়েছে। তিনি অসাবধানতার সাথে গাড়ি চালিয়ে নিজেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছে ধাক্কা মেরে খাদে ফেলে দিয়ে ড্রাইভার পালিয়ে যায়।

এবিষয়ে কালারমারছড়া চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, দুর্ঘটনার শিকার সেলিম বাদশা মারা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, সিলেট ভ্রমণে বের হয়ে দুর্ঘটনার শিকার হওয়া কালারমারছড়া বাসিন্দাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এদিকে, রামুতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রæয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ইজিবাইক (টমটম) যাত্রী মোহাম্মদ গনি (৩০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। নুরুল আজিম (২৪) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে।
রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, দুর্ঘটনায় ১ জন মারা গেছেন। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ