জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিসিএস (তথ্য) ৪০তম পেশাগত প্রবেশক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

রোববার, ২৮ এপ্রিল ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-১০-১৬ ০৫:২৪:২৯

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিসিএস (তথ্য) ৪০তম পেশাগত প্রবেশক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি  :  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ১২ (বার) সপ্তাহব্যাপী বিসিএস (তথ্য) ৪০তম পেশাগত প্রবেশক প্রশিক্ষণ পাঠ্যধারার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ১৫ অক্টোবর ২০২৩ খ্রি. রবিবার বিকেল ৩:০০ টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালযয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনা (অতিরিক্ত সচিব)।

এছাড়া পাঠ্যধারা উপদেষ্টা ড. মো. মারুফ নাওয়াজ ও পাঠ্যধারা পরিচালক তানিয়া খান উপস্থিত ছিলেন। কোর্স সঞ্চালক হিসেবে ছিলেন উপপরিচালক মোঃ সোহেল পারভেজ এবং গনসংযোগ কর্মকর্তা মো. আবদুল হান্নান। কোর্স উপস্থাপনা করেন সহকারী পরিচালক সাইফুন্নাহার।  বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের জন্য পেশাগত প্রবেশক পাঠ্যধারাটি অত্যাবশ্যকীয়।

আরো সংবাদ