জিয়ার কবর নিয়ে সরকারের কর্মকাণ্ডে বিব্রত বিএনপি - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৯-০১ ১৬:৪৭:২৩

জিয়ার কবর নিয়ে সরকারের কর্মকাণ্ডে বিব্রত বিএনপি

নিউজ ডেস্ক :  জিয়ার কবর ইস্যুতে সরকারি দলের কর্মকাণ্ডে বিব্রত বিএনপি। এ আলোচনা জাতির জন্য দুর্ভাগ্য। এই নিয়ে কথা বলার রুচি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বিএনপি নেতাকর্মীরা। তবে চন্দ্রিমা উদ্যান ঘিরে কড়া নিপত্তার বলয় ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা রেস্তোরায় সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল বিএনপির ঘোষণা দেন জিয়াউর রহমান। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি।

প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করলেও এবারের চিত্র ভিন্ন। সকালে চন্দ্রিমা উদ্যানে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান বিএনপির কেন্দ্রীয় নেতারা। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও ফাতিহা পাঠ করেন। এসময় নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করাই এখন বিএনপি বড় চ্যালেঞ্জ। সূত্র- চ্যানেল ২৪

আরো সংবাদ