দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তায় দিচ্ছে সেনাবাহিনী - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০১-০৪ ১৩:১৪:৫৯

দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তায় দিচ্ছে সেনাবাহিনী

কক্সবাজার  : কক্সবাজারে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৪ জানুয়ারী) সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে রামু সেনানিবাস এর ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১৫০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা,প্রায়োজনীয় ঔষধ সরবরাহসহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন। মেডিকেল ক্যাম্পেইন এর কার্যক্রম পরিদর্শন করেন ১০ আর্টিলারি ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান।
এসময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

আরো সংবাদ