ধসে পড়েছে জেলা পরিষদের রেস্ট হাউজ মাধবি - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-০৭-২৪ ০৮:২৬:০২

ধসে পড়েছে জেলা পরিষদের রেস্ট হাউজ মাধবি

ধসে পড়েছে জেলা পরিষদের রেস্ট হাউজ মাধবি

রামু প্রতিনিধি :  জোয়ারের পানির ধাক্কায় ধসে পড়েছে হিমছড়িতে নির্মিত কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ মাধবি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে। ধসে পড়ার সময় ভাটা থাকার কারনে ভবনের বিভিন্ন অংশ জিও ব্যাগে আটকে আছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সাগরের ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজটি। ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ২০১৭ সালে পরিত্যক্ত ঘোষণা করেছিল জেলা পরিষদ।

এরপর ভবনের আশপাশ থেকে দোকানপাট সরিয়ে নেয়া হয়। পরিত্যক্ত ঘোষণার পর অকশনের জন্য প্রক্রিয়া শুরু করে করে জেলা পরিষদ কর্তৃপক্ষ। কিন্তু প্রক্রিয়া ধীরগতি হওয়ার কারণে ভবনটি ধসে পড়ে সরকারের বহু টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এবিষয়ে জানতে জেলা পরিষদের প্রধান নির্বাহী হিল্লোল বিশ্বাসকে মুঠোফোনে পাওয়া যায়নি। তার আগে জেলা পরিষদের ২ জন কর্মকর্তাকে ফোন করা হলে তারা তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন।

 

আরো সংবাদ