প্রবারণা পূর্ণিমাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে  - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-১০ ১৭:২৪:৫০

প্রবারণা পূর্ণিমাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে 

উক্যমং রাখাইন: পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বলেছেন-বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছরও দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। প্রবারণা পূর্ণিমা উদযাপনের স্থান গুলো নিরাপত্তার চাদরে সম্পূর্ণ ঢেকে দেয়া হবে। সম্পূর্ণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বৌদ্ধ ধর্মালম্বীরা প্রবারণা পূর্ণিমা পালন করতে পারবেন।

[the_ad id=”36442″]

তিনি বৃহস্পতিবার বিকেলে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বীদের সাথে আইনশৃংখলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকাবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী) রতন বরণ দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শহীদুল ইসলাম, কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম, উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর, রামু থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিপিএম (বার), চকরিয়া মডেল থানার ওসি, পেকুয়া থানার ওসি কামরুল আজম, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে সাবেক সংসদ সদস্য এথিন রাখাইন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, আরআরকে এর চেয়ারম্যান বাবুল বড়ুয়া, রবিন্দ্র বিজয় বড়ুয়া, উখিয়া উপজেলার প্রতিনিধি মেধু বড়ুয়া, সদর উপজেলার প্রতিনিধি অমর বিন্দু বড়ুয়া, রামু সীমা বিহারের সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক জে.এম.সেন বড়ুয়া, বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া, সুরেশ বাঙ্গালী, আরকেকে এর অশোক বড়ুয়া সহ প্রায় অর্ধ্ব শত বৌদ্ধ ধর্মীয় নেতা উক্ত মতবিনিময় সভায় অংশ নেন ও প্রবারণা পূর্ণিমার বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য-আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে প্রবারণা পূর্ণিমা। [the_ad_placement id=”new”]

আরো সংবাদ