ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০১-০৩ ১৯:৪৬:৩২

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

নিউজ ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলার খাটিঁহাতা বিশ্বরোড মোড়ের বেতবাড়ীয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আগুনের খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাতে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবার পথে
বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিল। বেতবাড়ীয়া নামক স্থানে যাবার পর বাসটির পেছনের দিকে হঠাৎ করে আগুন লাগে। এ সময় বাসের চালক হেলপারসহ অন্য যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়। মুহূর্তে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে পুরো বাসটি পুরে ভস্মীভূত হয়।

সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মাহমুদ জানান, প্রাথমিকভাবে অগ্নিকান্ডের সঠিক কারণ বলা যাচ্ছে না। বাসের ইঞ্জিন হিট হয়ে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে ঘটনার খবর পেয়ে খাটিঁহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদারকি করে। তবে বাসে আগুন লাগার কারণ জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে খাটিঁহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। তবে কেন, কীভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরো সংবাদ