মহেশখালীতে করোনাকালে চলছে পাহাড় কাটা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-০৬-১৫ ০৬:২৫:৫৪

মহেশখালীতে করোনাকালে চলছে পাহাড় কাটা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক এলাকায় বেপরোয়া পাহাড় নিধন চলছে। করোনা সংকটে প্রশাসনের কর্মব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা, ধলঘাট পাড়া ও পাহাড়তলী মৌজায় পাহাড় কেটে বিক্রি করা হচ্ছে মাটি, তৈরি করা হচ্ছে নতুন নতুন ঘর। গত ২ মাস ধরে স্থানীয় পাহাড়খেকো ফিরোজের নেতৃত্বে এ পাহাড় কাটা অব্যাহত রয়েছে। পাশাপাশি এ পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে রাস্তা ও বিভিন্ন স্থাপনা। অন্যদিকে পরিবেশ বান্ধব এ পাহাড়গুলো নিধন হওয়ায় মারাত্নক হুমকির মুখে পড়েছে মহেশখালী। তাই এ পাহাড়খেকো ফিরোজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। ছবি ও প্রতিবেদন এ কে খান মহেশখালী।

আরো সংবাদ