মহেশখালীতে চৌকিদারের বাড়ী থেকে সরকারি চাল উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৭-০৬ ২১:১৬:১৪

মহেশখালীতে চৌকিদারের বাড়ী থেকে সরকারি চাল উদ্ধার

মহেশখালীতে চৌকিদারের বাড়ী থেকে সরকারি চাল উদ্ধার

মোহাম্মদ কাইছার হামিদ : কক্সবাজারের মহেশখালীতে চৌকিদারের বাড়ী থেকে সরকারী চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।  মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌকিদার আব্দু সাত্তার বাড়ীতে প্রশাসন এ অভিযান চালায়।  এসময় চৌকিদার আব্দু সাত্তার ও তার ভাইয়ের বাড়ীসহ তিনটি বাড়ী থেকে প্রায় ৭০০ কেজি ভিজিডির চাউল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন সরকারি চাল উদ্ধারের অভিযানে গেলে টের পেয়ে ওই বাড়ীগুলোতে থাকা লোকজন পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানিয়েছে, করোনাকালে এভাবে গরীবের পেটে লাতি মেরে সরকারী চাল চুরি করার পেছনে অবশ্যই জনপ্রতিনিধির হাত থাকতে পারে। তাই এব্যাপারে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনাসহ অপরাধীদের চিহ্নিত করে অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান।  অভিযানের ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান বলেন, সরকারী চাল চুরি করা একটি জঘন্য কাজ। এমন কাজ যারা করুক না কেন তাদের ব্যাপারে তদন্ত সহকারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ