মহেশখালীতে ঝরে পড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৬-২৭ ১৩:২২:০৩

মহেশখালীতে ঝরে পড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন

মহেশখালীতে ঝরে পড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন

আমিনুল হক মহেশখালী : কক্সবাজারের মহেশখালীতে প্রাথমিক শিক্ষা শেষ করার পর যেই সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক স্তর শেষ করতে পারেনি এইসব কিশোর-কিশোরীদের প্রি-ভোকেশনাল স্কিলস্ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহায়তায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের অধীনে মহেশখালী উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রতি ব্যাচে ১ শত জন করে ৬ টি ব্যাচে ৭ টি ট্রেডের উপর এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ট্রেড গুলো হচ্ছে -১.কম্পিউটার এন্ড আইসিটি, ২.ট্রেইলারিং, ৩. মোবাইল ফোন এন্ড ইলেকট্রনিকস সার্ভিস, ৪.ইলেক্ট্রিকেল হাউজিং ওয়ারিং এন্ড সোলার সিস্টেম, ৫.বিউটি কেয়ার, ৬.পেট্রোল এন্ড ডিজেল ইঞ্জিনিয়ারিং ম্যাকানিক, ৭. রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন।

মহেশখালী পৌরসভার লিডারশীপ হাই স্কুল, বড়মহেশখালী ভোকেশনাল কেন্দ্র ও শাপলাপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে অনুষ্ঠিত রস্ক প্রকল্পের এ প্রশিক্ষণে অংশ গ্রহণকারী প্রতিজনকে ৮ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা দেওয়া হয়েছে। বাংলাদেশ সোনালী ব্যাংক মহেশখালী শাখায় এইসব প্রশিক্ষণার্থীদের মোট ৪৮ লাখ টাকা বিতরণ করা হয়।

আজ ২৭ জুন দুপুরে প্রশিক্ষণ সমাপনী ও ভাতা বিতরণ নিয়ে রস্ক প্রকল্পের কর্মকর্তারা মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান এর সাথে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, রস্ক প্রকল্পের ট্রেনিং কোর্ডিনেটর মোঃ বেলাল হোসেন। প্রশিক্ষণ পরবর্তী আজ দুপুরে মোঃ বেলাল হোসেন এর সাথে আলাপকালে তিনি বলেন, রস্ক প্রকল্পের অধীনে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা বিভিন্ন কর্মক্ষেত্রে এর সুফল পাবে। ইতোমধ্যে প্রশিক্ষণ নেওয়া অনেক কর্মী মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন কর্মক্ষেত্রে চাকুরী পেয়েছেন।

আরো সংবাদ