যুবলীগ আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত - কক্সবাজার কন্ঠ

রোববার, ২৮ এপ্রিল ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২১-০৮-০৫ ১৬:৪০:৩৪

যুবলীগ আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

যুবলীগ আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি  :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৫টায় জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে ঘাতক খুনিচক্র স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে শুধুমাত্র ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করেনি। পাশাপাশি দেশ ও জাতিকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে শেখ কামাল শেখ জামাল এমনকি শিশু পুত্র রাসেলকে হত্যা করা হয়েছে। শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের রায় দ্রæত কার্যকর করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন,  হুমায়ুন কবির হিমু, বেন্টু দাস, ইফতেখার উদ্দিন পুতু, কুতুব উদ্দিন, মির্জা ওবাইদ রুমেল, এড. নুরুল ইসলাম সায়েম, ইসমাইল সাজ্জাদ, দিদারুল ইসলাম রুবেল, রওফ নেওয়াজ ভুট্টো, জাহাঙ্গীর আলম, মিজান উদ্দিন সিকদার প্রমূখ।

প্রস্তুতি সভায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী ২৯ আগস্ট, বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যপালয়ে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

দিনব্যাপী গৃহিত কর্মসূচির মধ্যে আরো রয়েছে,  সকাল ৭টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত ও উত্তোলন। সকাল সাড়ে ৭টায় কালো বেইজ ধারণ, সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন। সকাল ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচী। দুপুর ১২টায় এতিমদের মাঝে খাবার পরিবেশন। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: ইউনুস।

উপস্থিত ছিলেন, ইমরুল কায়েস, সিরাজ খান, কাইসার উদ্দিন, আমির হোসেন, শওকত আলী মানিক, ইয়াছিন আরাফাত রিগ্যান, মুমিনুল হক, মুহাম্মদ ফারুক, জুনায়েদ কবির জুয়েল, এড. আরিফুল মোস্তফা, জমির হোসেন, কাজী দিদারুল আলম, সাজ্জাদ পারভেজ নয়ন, এম. ফিরোজ উদ্দিন খোকা, এহসানুল হক, মো: শাহেদ, নজরুল ইসলাম, মোস্তাক আহমদ, আব্দুল সালাম ভেট্টো, এরশাদ, জসীম উদ্দিন আকাশ, কফিল উদ্দিন রিপন, মামুনুর রশিদ, ইফতেখারুল হাসান টিটু, রওশন, জুয়েল সিকদার প্রমুখ-সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ