রামু বিকেএসপিতে খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৫-১৪ ১৯:৩৩:১৯

রামু বিকেএসপিতে খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব  প্রতিবেদক  :   খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর কক্সবাজারের রামু আঞ্চলিক কেন্দ্রের ১৫ শিক্ষার্থী। মূলত তারা রাতের খাবার খাওয়ার পর থেকে একে একে ১৫ জন হাসপাতালে ভর্তি হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির কক্সবাজারের আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক আখিরুজ্জামান রুশু।

তিনি জানান, শুক্রবার (১৩ মে) রাতের খাবার খাওয়ার পর থেকে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করেন। অবস্থার অবনতি হলে তাদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীদের সবাই উত্তরের জেলাগুলো থেকে আসার ফলে গরম বা আবহাওয়া পরিবর্তনের ফলে এমনটা হতে পারে বলে তিনি দাবি করেন।

এদিকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়–য়া জানান, শুক্রবার রাত থেকে একে একে ১৫ শিক্ষার্থীকে সেখানে ভর্তি করা হয়। তাদের পেটে ব্যথা ও ডায়ারিয়ার চিকিৎসা দেয়া হয়।
ইতোমধ্যে দুইজনকে ছেড়ে দেয়ার পর বর্তমানে ১৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ৯ মে থেকে বিকেএসপির নতুন কেন্দ্রটি পরীক্ষামূলক চালু করা হয়েছে। এখনও আনুষ্ঠানিকতা বাকী থাকায় বর্তমানে এখানে অস্থায়ীভাবে ৮০ জন শিক্ষার্থী রয়েছেন।

আরো সংবাদ