রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকাসহ ২ জন আটক - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০৪-২৬ ১৫:৫৯:৩০

রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকাসহ ২ জন আটক

নিজস্ব  প্রতিবেদক :  কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকেসাড়ে ১৬ লাখ টাকার জাল নোট ও একটি মোটর সাইকেলসহ দুইজনকে আটক করেছে আর্মড পুলিশব্যাটালিয়ন-এপিবিএন। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর রাতে উখিয়াউপজেলার লম্বাশিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের এফ-৯ বøকে এ অভিযান চালানো হয় বলে ১৪এপিবিএন এর পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।
আটকরা হল, উখিয়া উপজেলার হলদিয়াপালংইউনিয়নের পশ্চিম হলদিয়াপালং জাম বাগান এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদরহিম (২৪) এবং একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে সারোয়ার কামাল (২৮)।নাইমুল বলেন, মঙ্গলবার ভোর রাতে উখিয়াউপজেলার লম্বাশিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের এফ-৯ বøকের জনৈক সোনা মিয়ার চায়েরদোকানের সামনে অবৈধ মালামালসহ কতিপয় লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দলঅভিযান চালায়।
এতে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক মোটর সাইকেল করেপালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়।পরে আটকদের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগথেকে সাড়ে ১৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসময় নকল টাকা বহন কাজে ব্যবহৃত একটিমোটর সাইকেল জব্দ করা হয়েছে।
 আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায়মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার নাইমুল হক।

আরো সংবাদ