রোহিঙ্গা শিবির থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ মানব পাচারকারী আটক - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৯-১৮ ১৬:২০:৪০

রোহিঙ্গা শিবির থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ মানব পাচারকারী আটক

বার্তা পরিবেশক : কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবির থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএন ২ মানব পাচারকারীকে আটক করেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোয়াইক্যংয়ের উনচিপ্রাং রোহিঙ্গা শিবির থেকে ১৬ এপিবিএন অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃত হলো ক্যাম্প ২২ এর ডি/১ ব্লকের আশ্রিত রোহিঙ্গা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা ও একই ক্যাম্পের বি/২ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম।

সূত্র জানিয়েছে, আটককৃত দুইজনই টেকনাফের উনচিপ্রাং ১৬ এপিবিএন ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সরকারি নির্দেশ মোতাবেক রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সদা তৎপর আছে।

মানব পাচারকারী চক্রের মাধ্যমে যাতে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে সেজন্য ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সূত্রটি দাবি করেছেন।

আরো সংবাদ