লেডিস ক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র-শিক্ষা উপকরণ বিতরণ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-১৮ ২২:১৩:২৮

লেডিস ক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র-শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  কক্সবাজার লেডিস ক্লাব এর উদ্যোগে কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৪ ও কক্সবাজার লেডিস ক্লাব এর সভানেত্রী গুলশান আরা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিনী, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন ও প্রটোকল) এর সহধর্মিনী, কক্সবাজার জেলার স্থানীয় সরকার এর উপপরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান, কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফি উদ্দিন, কক্সবাজার সদর উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কক্সবাজার মিডিয়ার সাংবাদিকবৃন্দ।[the_ad id=”36489″]

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সহধর্মিনী ফাতেমা আক্তার। এসময় কেন্দ্রের নিবাসী শিশুরা উপস্থিত অতিথিবৃন্দের সামনে নৃত্য, গান, কক্সবাজার এর থিম সং সহ মনোজ্ঞ শিশুতোষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে বিমোহিত ও আবেগাপ্লূত করে তোলে। লেডিস ক্লাব এর পক্ষ থেকে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ এর পাশাপাশি নিবাসী শিশুদের মাঝে উন্নতমানের জলযোগও পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি শিশুদের সামনে তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং শিশুদের আবাসস্থল পরিদর্শন করেন। শিশুদের শৃঙ্খলা ও পরিপাটি পরিবেশ দেখে তিনি মুগ্ধতার সহিত বলেন- কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শিশুরা নৈতিক ও পরিমার্জিত শিক্ষায় শিক্ষিত হয়ে বেড়ে ওঠছে এবং শিশুদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধান অতিথি তার নিজ অবস্থান থেকে শিশুদের সুরক্ষায় সর্বাত্মকভাবে এগিয়ে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরো সংবাদ