সংলাপের আগে বিএনপিকে এক দফা ছাড়তে হবে- ১৪ দলের বক্তারা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-১১-১৪ ১৭:০৫:২৮

সংলাপের আগে বিএনপিকে এক দফা ছাড়তে হবে- ১৪ দলের বক্তারা

সংলাপের আগে বিএনপিকে এক দফা ছাড়তে হবে- ১৪ দলের বক্তারা

নিউজ ডেস্ক :  কোনো সংলাপে বসার আগে বিএনপি এবং জামায়াতে ইসলামীকে তাদের সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের নেতারা। মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে ১৪ দল আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তারা এ কথা বলেন। সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ‘ভরাডুবি হবে জেনে বিএনপি এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নয়, বিএনপি ষড়যন্ত্র করছে দেশের মানুষের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব এই দেশে নেই। তাই আগামী দিনে শেখ হাসিনাকে বিজয়ী করে আমরা এই দেশের উন্নয়ন, অগ্রযাত্রা বজায় রাখব।’ আমু বলেন, ‘আওয়ামী লীগ দেশের তৃণমূল থেকে গঠিত একটি দল। তারা দেশের মানুষের হৃদস্পন্দন বুঝতে পারে। তাই তো মুসলিমপ্রধান দেশ হিসেবে আজ ইসরায়েলের হামলার বিরুদ্ধে শেখ হাসিনা কথা বলেছেন। যেখানে বিএনপি ইসরায়েলের সমর্থন করছে।’

সমাবেশে আগামী নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘ভিসা নীতি দিয়ে নিষেধাজ্ঞার ভয় যারা দেখাচ্ছিল, তারা এখন চিঠি নিয়ে ঘুরছে। তারা শর্তহীন সংলাপ করতে বলে। তবে সংলাপের আগে বিএনপি-জামায়াতের এক দফা পরিত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছাড়তে হবে। বিএনপি-জামায়াত রাজপথ ছেড়ে পালিয়েছে। আমরা পালাইনি, এই সরকার পালাবে না। শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও সরকার কায়েম করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা চলমান রাখা হবে।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বিএনপি-জামায়াত অনেকবার অনেক দফা দিয়েছে। ২৮ অক্টোবরের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না– বলেছিল। ওই দিন তারা হাসপাতালে হামলা ও পুলিশকে হত্যা করেছিল। কিন্তু তারা সবকিছুতেই ব্যর্থ।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা সারাদিন বলেও শেষ করা যাবে না। আমরা এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাই। এ দেশের একটি গোষ্ঠী উন্নয়ন-অগ্রযাত্রারবিরোধী। তারা দেশের উন্নয়নে বাধা দিতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। তারা নৈরাজ্য সৃষ্টি করে দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।’

আরো সংবাদ