সীমান্ত থেকে ৫ কোটি ২০ লাখ টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-১২-০১ ১২:৫৯:১৭

সীমান্ত থেকে ৫ কোটি ২০ লাখ টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির জানান, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোরে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের দক্ষিণ রহমতের বিল এলাকায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানকালে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান। মেহেদী হোসাইন বলেন, ভোরে উখিয়ার দক্ষিণ রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদক বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়।

এতে ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক ছোট একটি বস্তা ফেলে অন্ধকারে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তাটি খুলে পাওয়া যায় ১ এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস। এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা। উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান কর্ণেল মেহেদী হোসাইন কবির।

আরো সংবাদ