সৈকতপাড়ে ব্রেস্ট ফিডিং কর্ণার উদ্বোধন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০৯-১৭ ১৩:১১:২০

সৈকতপাড়ে ব্রেস্ট ফিডিং কর্ণার উদ্বোধন

কক্সবাজার :  সমুদ্র সৈকতপাড়ের কলাতলী পয়েন্টে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজার প্রতিনিয়ত পর্যটক ভ্রমনে আসেন। শিশুদের বুকের দুধ খাওয়ানোর প্রয়োজন পড়লে সৈকতে কোনো জায়গা পাওয়া যায় না। তাই মাকে খুবই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। ব্রেস্ট ফিডিং সেন্টার হওয়ার ফলে এখন ছোট শিশুদের নিয়ে বীচে আসতে কোনো সমস্যা হবে না।

সৈকতপাড়ে ব্রেস্ট ফিডিং কর্ণার উদ্বোধন

কক্সবাজার সমুদ্র সৈকতে কুমিল্লা থেকে বেড়াতে আসা ব্রেস্ট ফিডিং কর্নার ব্যবহার করে এক বছর বয়সী এক শিশুর মা তামান্না সুমি বলেন, ট্যুরিস্ট পুলিশের উদ্যোগটি প্রশংসনীয়। জনসমাগমস্থলে দুধ পান করানো নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। এখন ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন হওয়ায় কোনও অস্বস্তিতে পড়তে হবে না।

এ সময় সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামসহ হোটেল মোটেল জোনের অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে ফিতা কেটে সেন্টারটি উদ্বোধন করা হয়।

আরো সংবাদ