সৈকতে আবারও ভেসে আসছে হাজারো জেলিফিশ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২৩-০৩-২৯ ১৮:২৩:০৫

সৈকতে আবারও ভেসে আসছে হাজারো জেলিফিশ

সৈকতে আবারও ভেসে আসছে হাজারো মৃত জেলিফিশ

নিজস্ব  প্রতিবেদক :  কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের ঢেউয়ের সাথে আবারও ভেসে আসছে হাজার হাজার মৃত জেলিফিশ। বুধবার (২৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জোয়ারের সময় সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টের আশে-পাশে এসব মৃত জেলিফিশ ভেসে আসার সত্যতা নিশ্চিত করেছেন সী সেইফ লাইফ গার্ড সংস্থা সিনিয়র লাইফ গার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টো।

তিনি জানান, গেল বুধবার সকাল থেকে সন্ধ্যা সৈকতের কলাতলী পয়েন্ট হাজার হাজার মৃত জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে। এসব মাছের মধ্যে কোনোটা আকারে ছোট, কোনোটা বড়। স্থানীয় জেলেদের কাছে জেলিফিশ সাগরের লোনা হিসেবে পরিচিত জেলিফিশ গুলো সাধারণত হাত দিয়ে ধরলে চুলকাই।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, এই সময়ে জেলিফিশগুলো মরার সিজন নয়। হয়তো জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা জেলিফিশগুলো ফেলে দেওয়ায় মরা মাছ সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে। কক্সবাজার টুরিস্ট পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, জেলেফিশ ভেসে আসছে খবর পেয়ে আমাদের টিম কাজ করছে।

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর, ১১ নভেম্বর ও আগস্ট গত অগাস্ট মাসের শুরুতে দুই দফায় অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসেছিল।

আরো সংবাদ