সোনাদিয়া সার্কেল থেকে ৬ নাবিককে উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-০৬-১২ ১৫:২৫:৫১

সোনাদিয়া সার্কেল থেকে ৬ নাবিককে উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি :  চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে বিকল বালুবাহী বাল্কহেড থেকে ৬ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। ট্রিপল নাইনে ফোন পেয়ে সোনাদিয়া সার্কেল থেকে তাদের উদ্ধার নিয়ে আসা হয় পতেঙ্গায়। শনিবার (১২ জুন) সকাল ৯ টার দিকে সিলেট থেকে কক্সবাজার যাওয়ার পথে জাহাজটি হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নাবিকরা সহায়তা পেতে ট্রিপল নাইনে ফোন করলে কোস্টগার্ডের জাহাজ দুর্ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া নাবিকরা জানান, বঙ্গোপসাগরে থাকা অবস্থা হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে না পারায় তারা ট্রিপল নাইনে কল করে। এসব ট্রিপল নাইন থেকে কোস্টগার্ড পাঠিয়ে তাদের উদ্ধার করা হচ্ছে বলে আশ্বাস্থ করা হয়। জাহাজে থাকা ৬ নাবিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানায় কোস্টগার্ড। সোনাদিয়া কোস্টগার্ড অধিনায়ক লে. কমান্ডার এস এম মনোয়ার বলেন, বাল্কগেটটি কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র তাদের জাহাজের প্রধান ইঞ্জিনটি বিকল হয়ে যায়। উদ্ধারকারীরা জানান, নাবিকদের জাহাজ মালিকের কাছে হস্তান্তর এবং জাহাজটি তীরে আনার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ