টেকনাফে বিজিবি-বিজিপি উচ্চ পর্যায়ের ফ্ল্যাগ বৈঠক অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১ মে ২০২৪ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-১৪ ১৩:৩১:৫৮

টেকনাফে বিজিবি-বিজিপি উচ্চ পর্যায়ের ফ্ল্যাগ বৈঠক অনুষ্ঠিত

কক্সবাজার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন পর্যায়ে পতাকা (ফ্ল্যাগ) বৈঠক শেষ হয়েছে। ১৪ অক্টোবর সকাল ১০টা ১৫ মিনিটে টেকনাফের সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রিসোর্ট’ এর সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বৈঠক অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল মিং টু এর নেতৃত্বে সেদেশের ১৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল ১৪ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধিরা তাঁদেরকে ফুল ও গিফট দিয়ে উঞ্চ অভ্যর্থনা জানান। সেখানে থেকে সেন্ট্রাল রিসোর্টে এসে বিজিপি দল পতাকা বৈঠকে যোগ দেয়। বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান, সমুদ্র সীমা ব্যাবহার, ট্রানজিট পাস, সীমান্ত বাণিজ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
পতাকা বৈঠকে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান, কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহামেদ, রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রহমান ও টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর রুবায়াত কবীরসহ অনেকেই উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বৈঠকের মিয়ানমারের বিজিপি প্রতিনিধি দলকে বিদায় দিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন।

আরো সংবাদ