বনজের বিরুদ্ধে বাবুলের মামলার আবেদন খারিজ - কক্সবাজার কন্ঠ

রোববার, ২৮ এপ্রিল ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২২-০৯-২৫ ১৩:১৪:৩৩

বনজের বিরুদ্ধে বাবুলের মামলার আবেদন খারিজ

বনজের বিরুদ্ধে বাবুলের মামলার আবেদন খারিজ

নিউজ  ডেস্ক :  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. জেবুননেছা বেগম এ আদেশ দেন।

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার মামলায় বর্তমানে অভিযোগপত্রভুক্ত আসামি বাবুল আক্তার। এই মামলায় তদন্তকারী সংস্থা পিবিআই।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এড. ফখরুদ্দিন চৌধুরী জানান, বাবুল আক্তার গত দেড় বছর বিভিন্ন সময় আদালতে হাজির হলেও কখনো হেফাজতে নির্যাতন বিষয়ক কিছু বলেননি।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন দেওয়ার আগে আগে এ ধরনের অভিযোগ প্রমাণ করে পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদনকে বাধাগ্রস্ত এবং এর প্রতি অনাস্থা তৈরির কৌশল হিসেবে বাবুল আক্তার এ ধরনের অভিযোগ করেছেন।

তিনি আরও জানান, আদালত পর্যবেক্ষণে এসব বিষয় উল্লেখ করে বাবুলের মামলার আবেদন খারিজ করে দিয়েছেন।

এছাড়া, আদালতের এখতেয়ারাধীন না হওয়ায় বাবুল আক্তারকে কারাকক্ষে তল্লাশির অভিযোগে নিরাপত্তা চেয়ে করা পৃথক আবেদনও আদালত খারিজ করে দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

তবে, আদেশের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন বাবুলের আইনজীবী গোলাম মওলা মুরাদ।

আরো সংবাদ