সীমান্তে করোনার আতঙ্কের নাম ভারতীয় ভ্যারিয়েন্ট - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০২১-০৫-৩১ ২১:৩৯:০৪

সীমান্তে করোনার আতঙ্কের নাম ভারতীয় ভ্যারিয়েন্ট

নিউজ ডেস্ক :  করোনার মধ্যেই এখন আতঙ্কের নাম ভারতীয় ভ্যারিয়েন্ট। এরইমধ্যে এই ভ্যারিয়েন্টের রোগী মিলেছে সীমান্তবর্তী জেলায়। ভারতীয়রা অবাধে কাঁটাতার পেরিয়ে মেহেরপুর সীমান্তে আসছেন। সংস্পর্শে আসছেন বাংলাদেশিদের। এতে আতঙ্কিত এ জেলার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, নজরদারি না বাড়ালে সীমান্তবর্তী গ্রামগুলোই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য।

মেহেরপুরের ওপারে পশ্চিমবঙ্গের নবীনগর গ্রাম। কাঁটাতার পার হয়ে জমি চাষ করতে, সেদেশের কৃষকরা আসছেন হরদম। নো ম্যান্স ল্যান্ডে নিজেদের জমিতে কাজ করছেন বটে। কিন্তু গল্পে মাতছেন বাংলাদেশিদের সাথে।

মেহেরপুরে যখন করোনা সংক্রমণ বাড়ছেই, তখনও সেই ভারতীয় কৃষকরা সুযোগ পেলেই অনানুষ্ঠানিকভাবে ঘুরে যাচ্ছেন স্বজনদের বাড়ি থেকে।

এমন বাস্তবতায় আতঙ্ক বাড়ছে জনমনে। বিশেষজ্ঞদের শঙ্কা, সীমান্তবর্তী গ্রামগুলোই বাংলাদেশের ক্ষতির কারণ হতে পারে।

সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলছেন, যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের সাথে ভারতীয়দের সংস্পর্শ আছে কিনা, সেটি জানার চেষ্টা চলছে। আর জেলা প্রশাসক ডা. মুনছুর আলম খানের দাবি, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে চলছে লকডাউন। এছাড়া আরও ৭ জেলায় লকডাউনের সুপারিশ করেছে, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।

আরো সংবাদ