খুরুশকুল কেন্দ্রীয় হরিমন্দিরে ধর্মসভা ও মহোৎসব শুরু শনিবার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-২৩ ১৪:৩৪:১১

খুরুশকুল কেন্দ্রীয় হরিমন্দিরে ধর্মসভা ও মহোৎসব শুরু শনিবার

বলরাম দাশ অনুপম: খুরুশকুল শ্রীশ্রী সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দিরে মহানামযজ্ঞ ও মহতি ধর্মসভা শুরু হচ্ছে শনিবার থেকে। খুরুশকুল উত্তর হিন্দুপাড়া শ্রীশ্রী সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য ৫ দিনব্যাপি উক্ত মাঙ্গলিক অনুষ্ঠামালার মধ্যে রয়েছে শনিবার গীতাপাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, যোগ ব্যায়াম প্রদর্শন, মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও মহতি ধর্মসভা। ধর্মসভায় ধর্মীয় আলোচক থাকবেন বাংলাদেশ হরিনাম প্রচার সংঘের সভাপতি শ্রীল নিত্যানন্দ গোস্বামী নয়ন, চট্টগ্রাম শ্রীশ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ শ্রীল শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বরুপ দাস বাবাজী, শ্রীপাদ মিলন গোস্বামী, অধ্যাপক অজিত দাশ ও অধ্যাপক আশীষ চক্রবর্তী। ২৬ জানুয়ারী রবিবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস। ২৭ ও ২৮ জানুয়ারী অহোরাত্র হরিনাম মহাযজ্ঞ ও প্রসাদ বিতরণ। ২৯ জানুয়ারী মহানামযজ্ঞের পূর্ণাহুতি। নাম শুনাবেন : শ্রী গৌর মাধুরী সম্প্রদায় (ঝিনাইদহ), শ্রী অচ্যুতানন্দ সম্প্রদায় (চকরিয়া), শ্রী কানুগোপাল সম্প্রদায় (পটুয়াখালী), শ্রী রাধেশ্যাম সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী দয়ালকৃষ্ণ সম্প্রদায় (চট্টগ্রাম) ও ভব পাগলা সম্প্রদায় (সাতক্ষীরা)। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক মিলন কান্তি দে ও অর্থ সম্পাদক রিপন কান্তি দে।

আরো সংবাদ