উখিয়া উপজেলায় পৌরসভা কেবল সময়ের দাবি-ছাত্রসেনা উখিয়া - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০৬-২৭ ০৯:৩১:০৪

উখিয়া উপজেলায় পৌরসভা কেবল সময়ের দাবি-ছাত্রসেনা উখিয়া

এম হেলাল আহমদ রিজভী : বিশ্বখ্যাত পর্যটন নগরী কক্সবাজারের বাতিঘর খ্যাত উখিয়া উপজেলা সৌন্দর্য্য ও অর্থনীতি উভয় দিক বিবেচনায় দেশবাসীসহ বিশ্ববাসীর কাছে এক অকৃত্রিম আকর্ষণ কেন্দ্র। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘেষা উখিয়ার আলো বাতাসে বেড়ে ওঠা অনেক ব্যক্তিত্ব দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভুমিকায় আছেন। ১৯২৬ সালে গঠিত প্রাণের এই উখিয়া উপজেলায় ৫টি ইউনিয়নের মধ্যে উত্তর দিকে অবস্থান করছে হলদিয়াপালং, দক্ষিণ দিকে পালংখালী ইউনিয়ন; পূর্বদিকে রত্নাপালং ও রাজাপালং ইউনিয়নের কিছু অংশ এবং পশ্চিম দিকে রাজাপালং ও জালিয়াপালং ইউনিয়নের অবস্থান। ভৌগলিক দিক বিবেচনায় ও উখিয়া উপজেলা পৌরসভার যৌক্তিক দাবিদার। এই উপজেলা গঠিত হওয়ার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও পর্যটন শিল্প উভয় দিক বিবেচনায় ধারাবাহিক অংশীদার। কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ জনপদের জনগন অবকাঠামোসহ অন্যান্য উন্নয়নের মাধ্যম পৌরসভা সেবা থেকে বরাবরই বঞ্চিত। আমাদের পার্শ্ববর্তী টেকনাফ উপজেলায় পৌরসভা গঠন হয়েছে অনেক আগেই; মনে হয় আমাদের উপর ভ্রমণের মাধ্যমে হয়ে গেছে। তাই উখিয়া উপজেলায় পৌরসভা গঠনে অবহেলা/বিলম্ব মোটেও কাম্য নয় উখিয়াবাসীসহ বিশ্বের পর্যটকদের কাছে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উখিয়া উপজেলা শাখা জনগনের প্রাণের দাবী বাস্তবায়ন দায়িত্বশীল ভুমিকা পালনে বদ্ধপরিকর।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত উখিয়া উপজেলায় পৌরসভা গঠন করার জোর দাবি জানাচ্ছি। আমাদের এই জনকল্যাণমুখী আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে।

আরো সংবাদ